Monday, March 6, 2017

ও জীবন ছাড়িয়া না যাও মোরে

*ও জিবনরে জিবন
ছাড়িয়া না যাও মোরে,
তুই জিবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে।
*ও জিবনরে কাঁন্চা বাশের
খাট পালংকরে,
আরে ওজিবন শুকনা কাটের খরি।
মুসলমানে আল্লাহ রাসুল
হিন্দু বলে হরি জিবনরে।
*ও জিবনরে  মায়ে কান্দে
মইরা গেছে,
আরে ওজিবনে বোইনে কান্দে ভাই ভাই।
ঘরেরও  রমনী কান্দে আমার কেহ নাই জিবনরে।
*ও জিবনরে ভাই বলো
ভাতিজা বলোরে,
আরে ওজিবন সমপত্যির বাগি
অসময় নিদানের কালে
কেউ হবেনা সাথী জিবনরে।।

Monday, January 30, 2017

অন্ধকার ঘরে By Paper Rhyme

অন্ধকার ঘরে কাগজের
টুকরো ছিড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের ভাঁজে রয়ে যায়,
রেখেছিলাম তোমায় আমার
হৃদয় গভীরে
তবু চলে গেলে
এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়।
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা,
একবার শুধু চোখ মেলো
দেখো আজও পথে জ্বালি আলো তুমি আবার
আসবে ফিরে
বিশ্বাস টুকু দু’ হাতে আকড়ে ধরে।
কিছু পুরনো গান
কিছু পুরনো ছবির এ্যলবাম
এ সবই আমার সাথী হয়ে রয়
কাক ডাকা ভোরে
যখন সূর্য ঢোকে ঘরে
কালো পর্দায় বাঁধা পেয়ে সরে যায়
আমার এ জগত বড়
আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয়
মৃত্যুই কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়।
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজও পথে
জ্বালি আলো তুমি আবার আসবে ফিরে
বিশ্বাস টুকু দু’ হাতে আকড়ে ধরে।
আমার স্বত্তা ধুলোয়
মিশে যেতে চায়
অস্তিত্তের প্রয়োজনে
চাই তোমাকে এইখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়।

শিরোনামঃ খোলা জানালা কন্ঠঃ তাহসীন্‌ আহমেদ কথাঃ ইয়ামিনুল ইসলাম সুরঃ ইয়ামিনুল ইসলাম অ্যালবামঃ ভালোবাসার রং

খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
তখন তুমি এসে হেসে
বলে দাও, আছি তোমার পাশে

বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
পথ চলতে ভীষণ ভয়
তুমি এসে বলে দাও, আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে

অনেক পথের পথিক আমি ক্লান্তি সর্বশেষ
তোমার পথের ঠিকানা খুজে আমি আজ অবশেষ
তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা
তোমার মাঝেই তাইতো আমার জীবনের শত আশা
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে

সাদা আকাশে মেঘের ভেলা
রচে রঙের মেলা
কখনো কালো কখনো নীল
কখনো বা ধূসর সাদা
আমার আকাশ জুড়ে ছিল
তোমারই রঙের মেলা
সাদার মাঝে কালো বসিয়ে
তোমারই বিদায়ের পালা
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে

খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
তখন তুমি এসে হেসে
বলে দাও, আছি তোমার পাশে

বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
পথ চলতে ভীষণ ভয়
তুমি এসে বলে দাও, আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে

Tuesday, January 24, 2017

আমি তোর মনের মত হতে পারলাম নারে

আমি তোর মনের মত হতে পারলাম নারে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
সবটুকু দোষ দিলি আমার এই ঘারে
সবটুকু দোষ দিলি আমার এই ঘারে
এক চোখেতে দেখতিস আমায় দাড়িয়ে দুয়ারে
আরেক চোখে দেখতিস তুই অন্য কাহরে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
দিলি ফেলে দিলি ফেলে আমাকে আধারে
ঘুরে ফিরে কাঁদবিরে তুই প্রেমেরই বাজারে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
আমি তোর মনের মত হতে পারলাম নারে

আমি অবুঝের মতো একি করেছি

আমি অবুঝের মতো একি করেছি
আমারই অজান্তে, হৃদয়েরই প্রান্তে
তোমার মূর্তি কেন গড়েছি
একি করেছি...

ডেকেছিলে শুধু গান শুনতে
সুরের মায়াবী জাল বুনতে
কখন যে হয়ে গেছি মুগ্ধ
সেই সুরে দিন আমার গড়েছি
আমি অবুঝের মতো একি করেছি

এখন কি হবে তুমি বলোনা
কীভাবে হৃদয় টাকে
মেনে নিবে ক্ষণিকের ছলোনা

যে বাধন জড়ালে চিত্তে
কি করে মানবো সে যে মিথ্যে
সাধ করে দেখেছি যে স্বপ্ন
মালা আমি চেয়ে নিয়ে পড়েছি
একি করেছি...

তুমি নিজের মুখে বললে যে দিন

তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়
সত্যি কোনকিছু নয়
আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে
আমি মানুষ চেয়েই করেছিলাম ভুল
তুমি ছিলে শুধু রঙ করা পুতুল
আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে
আনন্দ আর নেই গো যেখানে
শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে
এই বুকের জ্বালা বুকেই গোপন করে
বল লাভ কি হবে নকল মালা পড়ে
যখন সাজানো ঐ মনের ওপর পর্দা দিলে টেনে

অপরাজিতা তুমি

অপরাজিতা তুমি
অপরাজিতা শুধু তোমার জন্য
কেটেছে অজস্র রাত্র
র্নিঘুম নিরাশায় বিনিদ্র
তুমি হীনা হয়নি দেখা
জোৎসনার সেই আলোর খেলা
কুয়াশায় ঢাকা শিশিরের
সেই সকাল বেলা
অপরাজিতা তুমি আসোনি বলে
ভালবাসার ফুলগুলো ঝরে গেছে
সুবাস ছড়ানোর প্রথম প্রহরে
অপরাজিতা কেন আসোনি
শেষ বিকেলের মেয়ে হয়ে
প্রিয় সেই নদীর পাড়ে
সূর্য ডোবার লগ্নে
আজো আছি দাড়িয়ে
অপেক্ষার শেষ প্রহরে
আসবে কী?
"অপরাজিতা তুমি "