Tuesday, January 24, 2017

অপরাজিতা তুমি

অপরাজিতা তুমি
অপরাজিতা শুধু তোমার জন্য
কেটেছে অজস্র রাত্র
র্নিঘুম নিরাশায় বিনিদ্র
তুমি হীনা হয়নি দেখা
জোৎসনার সেই আলোর খেলা
কুয়াশায় ঢাকা শিশিরের
সেই সকাল বেলা
অপরাজিতা তুমি আসোনি বলে
ভালবাসার ফুলগুলো ঝরে গেছে
সুবাস ছড়ানোর প্রথম প্রহরে
অপরাজিতা কেন আসোনি
শেষ বিকেলের মেয়ে হয়ে
প্রিয় সেই নদীর পাড়ে
সূর্য ডোবার লগ্নে
আজো আছি দাড়িয়ে
অপেক্ষার শেষ প্রহরে
আসবে কী?
"অপরাজিতা তুমি "

No comments:

Post a Comment